leadT1ad

এনসিপিসহ সব দলই অনুত্তীর্ণ, দুই ধাপে চিঠি দেবে নির্বাচন কমিশন

নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪টি রাজনৈতিক দল

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০৯
ছবি: স্ট্রিম গ্রাফিক

নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক সংগঠন। তবে ১৪৪টি দলের একটিও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।

ফলে এসব দলকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি দিচ্ছে ইসি। মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।

তিনি জানান, ‘প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে বাকি ৮২টি দলকে চিঠি দেওয়া হবে। চিঠিপ্রাপ্তির পর ১৫ দিনের মধ্যে যেসব ঘাটতি ও ত্রুটি রয়েছে, তা সংশোধন করে জমা দিতে হবে।’

গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কিছু দল সময় চাওয়ায় কমিশন আবেদনের সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছিল। সর্বশেষ হিসাবে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ইসির নিয়ম অনুযায়ী, একটি দলের নিবন্ধনের জন্য চাই—কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলার পূর্ণাঙ্গ কমিটি, ১০০টি উপজেলার কমিটি এবং প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ। অতীতে কেউ সংসদ সদস্য থাকলে বা জাতীয় নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ ভোট পেলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

কে কোন তালিকায়

ইসির তথ্যমতে, প্রথম ধাপে যেসব দলকে চিঠি দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে:
বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, বাংলাদেশ নাগরিক দল (বিএনডি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ জনকল্যাণ পার্টি (বাজপা), বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ), বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি), বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, মানবিক বাংলাদেশ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি, খেলাফত ইসলাম, বাংলাদেশ ছাত্রজনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ফরায়েজী আন্দোলন এবং আরও অনেকে।

দ্বিতীয় ধাপে যাদের চিঠি যাবে, তাদের মধ্যে রয়েছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইউনাইটেড পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট (বিজেএফ), ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি), বাংলাদেশ মাতৃভূমি দল, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ শান্তির দল, মৌলিক বাংলা, অহিংস গণ আন্দোলন, বাংলাদেশ জনমত পার্টি এবং আরও অনেকে।

নিবন্ধন প্রক্রিয়া যেমন

নিবন্ধন আবেদনের পর নির্বাচন কমিশন প্রথমে দলগুলোর কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই করে। এরপর মাঠপর্যায়ে তদন্ত চালানো হয়। পরে দলগুলোর বিরুদ্ধে কেউ আপত্তি তুললে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। সবশেষে প্রক্রিয়া সন্তোষজনক হলে দলটিকে নিবন্ধন সনদ দেয় কমিশন। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো দল নিবন্ধন প্রথা চালু করে ইসি। শুরু থেকে এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেয়েছিল, তবে শর্ত না মানা, শর্ত লঙ্ঘন কিংবা আদালতের নির্দেশে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা, এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। সাম্প্রতিক আদালতের নির্দেশে জামায়াত ও জাগপার নিবন্ধন ফেরানোর সুযোগ তৈরি হলেও ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে।

Ad 300x250

সম্পর্কিত