চীনকে আর শত্রু মনে করছে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনযুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে আর চীন নেই। অর্থাৎ, এতদিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্যই ছিল চীনকে ঠেকানো। সেই অবস্থান থেকে সরে এসেছে দেশটি।
যেকোনো হামলা ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরানইরানের যেকোনো ধরনের হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে তেহরান। শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেন। পাশাপাশি কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যাভারতের অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শ্রমিকের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তির বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় জরি শ্রমিক ছিলেন।
মর্যাদা প্রশ্নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল যুক্তরাষ্ট্রআনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এক বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে শুরু হওয়া প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও ত্যাগের ঘোষণা দিয়েছে।
সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রীআগাম নির্বাচনকে সামনে রেখে সংসদ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে বসছে রাশিয়া, তবে…শান্তির জন্য যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা আলোচনায় বসবে রাশিয়া। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের আগে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ভূখণ্ডগত সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়।
ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর যাত্রা শুরু, স্থায়ী সদস্য হতে লাগবে ১ বিলিয়ন ডলারসুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি বোর্ডে’ বা শান্তি পর্ষদ উদ্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি এর সনদে স্বাক্ষর করেন। ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।’
মার্কিন নেতৃত্বে বিশ্বব্যবস্থার দিন শেষ: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকানাডার মতো মধ্যম শক্তিগুলো ক্ষমতাহীন নয়। আমাদের মূল্যবোধ—যেমন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, টেকসই উন্নয়ন, সংহতি, সার্বভৌমত্ব এবং বিভিন্ন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার ক্ষমতা তাদের রয়েছে। এই ‘ক্ষমতাহীনদের ক্ষমতা’ শুরু হয় সততার মাধ্যমে।
ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশমধ্যপ্রাচ্য ও এশিয়ার ৯টি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার জন্য ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশগুলো বোমায় বিধ্বস্ত ফিলিস্তিনের ছিটমহলটিতে ‘স্থায়ী যুদ্ধবিরতি’র নিশ্চিতেও জোর দিয়েছে।
ইউরোপে গিয়ে চুপসে গেলেন ট্রাম্পগ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতা করার জেরে ইউরোপের মিত্র ৮টি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনপাকিস্তানের যেসব অস্ত্রের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশপাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহায়তা নিয়ে বাংলাদেশের আলোচনা হয়েছে, এটি এখন পুরোনো খবর। নতুন খবর হলো, দেশটির সঙ্গে আলোচনায় যেসব অস্ত্রের ব্যাপারে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে, তা তুলে ধরেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ডজাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২২ সালের জুলাই মাসে একটি নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে গুলি করে আবেকে হত্যা করা হয়। এই ঘটনার সাড়ে তিন বছর পর এই রায় ঘোষণা করা হলো।