অধ্যাপক (অবসরপ্রাপ্ত), অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ

দেড় বছরের শাসনকালে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে খুব বেশি সফলতা দেখাতে পারবে না। কিন্তু সংগ্রাম শুরু করতে বাধা কোথায়? দুর্নীতির বিরুদ্ধে তারা কঠোর সংগ্রাম শুরু করে এগিয়ে নিয়ে গেলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে ওই সংগ্রাম চালিয়ে নিতে বাধ্য হবে না?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন সংবিধান থেকে সমাজতন্ত্রকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে, তখন লেখক এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, বৈষম্য নিরসনের জন্য সমাজতন্ত্র অপরিহার্য।