leadT1ad

জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব অনুপস্থিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্ট্রিম গ্রাফিক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তবে গুরুত্বপূর্ণ এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ চিত্র দেখা গেছে।

সাধারণত মন্ত্রণালয়ের কোনো সংবাদ সম্মেলন আহ্বান করলে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বা স্বরাষ্ট্র সচিব ব্রিফ করেন। তবে তাদের কেউ উপস্থিত ছিলেন না। পরিবর্তে এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিজিবির ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল মুস্তাফিজুর রহমান, ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এবং পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত