leadT1ad

খালেদা জিয়ার জানাজা: ঢাকায় আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪৫
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রতিনিধিদল ঢাকায় আসছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কূটনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় আসবেন। এ ছাড়া পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি দল আগামীকাল ঢাকায় আসছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।

বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহুল্লাহ রাত এগারোটার দিকে স্ট্রিমকে জানিয়েছিলেন, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

এর আগে গত ২৪ আগস্ট দুই দিনের ঢাকা সফরে এসেছিলেন ইসহাক দার। সে সময় তিনি খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসায় সাক্ষাৎ করেছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলেন ইসহাক দার। তাঁরা সে সময় পৌনে এক ঘণ্টা কথা বলেন।

এদিকে মঙ্গলবার ইসহাক দার তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এ ছাড়া ঢাকায় আসছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তাঁর জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত