স্ট্রিম প্রতিবেদক

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাদির পরিবারের সদস্য, সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদির মরদেহের কফিন গ্রহণ করেন।
পরে বিমানবন্দর থেকে হাদির লাশবাহী ফ্রিজিং গাড়ি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, হাদির মরদেহ হিমাগারে রাখার পর সংগঠনের কর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেবেন।
পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে জানিয়ে পোস্টে আরও বলা হয়, আগামীকাল শনিবার জোহরের পরে মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির নামাজে জানাজা হবে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার আন্দোলন জারি রাখবেন জানিয়ে ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়। শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধও জানানো হয়।
এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে গণসংযোগ করে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অটোরিকশায় থাকা হাদির মাথা গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এতে সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের মা-বাবা, স্ত্রীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাদির পরিবারের সদস্য, সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাদির মরদেহের কফিন গ্রহণ করেন।
পরে বিমানবন্দর থেকে হাদির লাশবাহী ফ্রিজিং গাড়ি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে, হাদির মরদেহ হিমাগারে রাখার পর সংগঠনের কর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেবেন।
পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে জানিয়ে পোস্টে আরও বলা হয়, আগামীকাল শনিবার জোহরের পরে মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির নামাজে জানাজা হবে। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার আন্দোলন জারি রাখবেন জানিয়ে ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে, যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়। শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া করতে সবার প্রতি অনুরোধও জানানো হয়।
এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে গণসংযোগ করে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অটোরিকশায় থাকা হাদির মাথা গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এতে সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়। হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের মা-বাবা, স্ত্রীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জুলাই সনদের মাধ্যমে ড. ইউনূস দেশকে ‘সভ্য’ ঘোষণা দিলেও বাস্তবে পিটিয়ে ও পুড়িয়ে মারার বর্বরতা চলছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর এই মোর্চা বলছে, অন্তর্বর্তী সরকার এখন ‘ফেসবুক কেন্দ্রিক’ হয়ে পড়েছে, রাজপথে তাদের কোনো অস্তিত্ব নেই।
২ মিনিট আগে
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুটি স্থানে গুলিতে প্রাণ হারান তারা।
১২ মিনিট আগে
বিমানবন্দর ও আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
২৩ মিনিট আগে
‘সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো’র ওপর গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে