leadT1ad

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁদপুর

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি লঞ্চের ভেতরের দৃশ্য। স্ট্রিম ছবি

ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এম ভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমান্তবর্তী নীলকমল বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে, এর আগে স্থানীয় কর্তৃপক্ষ বলেছিল, এই দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেন।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, ‘চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।’

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল বলেন, ‘রাত আনুমানিক পৌনে ৩টার দিকে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে দুর্ঘটনাকবলিত কোনো লঞ্চ পাওয়া যায়নি। নৌযানগুলো আগেই ঘটনাস্থল ত্যাগ করে।’

এদিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সকালে বরিশাল থেকে ঝালকাঠি গেলে জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর।

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী শামীম জানান, রাত আনুমানিক ২টার দিকে নদীতে বিকট শব্দ হয়। তবে সকালে নদী পাড়ে গিয়ে কোনো কিছু দেখেননি।

লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী এম ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। ওই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিল বরিশালগামী এম ভি অ্যাডভেঞ্চার-৯। ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩-কে সজোরে ধাক্কা দেয়।

যাত্রীরা আরও জানান, দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এমভি জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে যায়। পরে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সর্বশেষ তথ্যানুযায়ী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ৪ জন। দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শনে রাজধানীর সদরঘাটে যাবেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।’

এদিকে, ঢাকা অঞ্চল নৌ পুলিশের এসপি আব্দুল্লাহ আল মামুন স্ট্রিমকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা তিন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল করেছি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা না অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে।’

আরেক কর্মকর্তা বলেন, ‘রাত আড়াইটার দিকে হাইমচর এলাকায় নৌ দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। চাঁদপুর নৌ পুলিশের বিভিন্ন টিম উদ্ধার অভিযানে রয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত