স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৬-এর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রথা অনুযায়ী ১ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের প্রেক্ষাপটে তারিখ পরিবর্তন করে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ই ডিসেম্বর) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক জরুরি নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ ও রূপরেখা নির্ধারণসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।

সভায় সভাপতিত্ব করেন এবং আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছড়াও মেলা প্রাঙ্গণের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। প্রকাশকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক প্রতিনিধিরা, যারা মেলার সময়কাল নিয়ে তাদের মতামত ও ব্যবসায়িক প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন। মেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন এবং নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বইমেলা মোট ২৪ দিন অনুষ্ঠিত হবে। তবে ২১ ফেব্রুয়ারির ঠিক আগের দিন মেলা শুরু হওয়ায়, মহান শহীদ দিবসের আবহে মেলা তার চিরায়ত গাম্ভীর্য ও উৎসবমুখরতা বজায় রাখতে পারবে বলে আশা আয়োজকদের।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই মেলার বিস্তারিত নীতিমালা এবং স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অমর একুশে বইমেলা ২০২৬-এর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রথা অনুযায়ী ১ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের প্রেক্ষাপটে তারিখ পরিবর্তন করে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ই ডিসেম্বর) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক জরুরি নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ ও রূপরেখা নির্ধারণসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।

সভায় সভাপতিত্ব করেন এবং আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছড়াও মেলা প্রাঙ্গণের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। প্রকাশকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক প্রতিনিধিরা, যারা মেলার সময়কাল নিয়ে তাদের মতামত ও ব্যবসায়িক প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন। মেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন এবং নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বইমেলা মোট ২৪ দিন অনুষ্ঠিত হবে। তবে ২১ ফেব্রুয়ারির ঠিক আগের দিন মেলা শুরু হওয়ায়, মহান শহীদ দিবসের আবহে মেলা তার চিরায়ত গাম্ভীর্য ও উৎসবমুখরতা বজায় রাখতে পারবে বলে আশা আয়োজকদের।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই মেলার বিস্তারিত নীতিমালা এবং স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

লক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি ভেঙে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশের দায়ী জামায়াতে ইসলামীর এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার কমিউনিটি মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানগুলো বিভিন্ন ক্লাবের নামে দখল করে নিচ্ছে। আর এ দখলের ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক দলের কর্মীর পরিচয়কে ব্যবহার করা হয়। ফলে শিশু-কিশোরদের খেলার অধিকার সংকুচিত হচ্ছে।
৩১ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনি প্রচারে তিন সমর্থককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। আজ বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে