স্ট্রিম প্রতিবেদক

‘সরকারবিরোধী বক্তব্যের’ কারণ জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।
ওসি রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাত ১১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ডিবি হেফাজতে নেওয়ার পর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের’ কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। আরিয়ান আহমেদের করা মামলার অন্য আসামিরা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

‘সরকারবিরোধী বক্তব্যের’ কারণ জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।
ওসি রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাত ১১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ডিবি হেফাজতে নেওয়ার পর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের’ কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
থানা সূত্রে জানা গেছে, এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। আরিয়ান আহমেদের করা মামলার অন্য আসামিরা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
১ ঘণ্টা আগে
শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনতিবিলম্বে এ তিন দফা দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি।
১ ঘণ্টা আগে
মেহেরপুরে বাড়ি থেকে বের হওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাবা। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
১ ঘণ্টা আগে