leadT1ad

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

‘সরকারবিরোধী বক্তব্যের’ কারণ জানতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।

ওসি রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম রাত ১১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীর সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। সেসব বিষয়ে জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ডিবি হেফাজতে নেওয়ার পর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের’ কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।

থানা সূত্রে জানা গেছে, এই মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। আরিয়ান আহমেদের করা মামলার অন্য আসামিরা হলেন—অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত