leadT1ad

হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে: ডিএমপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৬
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম (বামে) ও এস এন মো. নজরুল ইসলাম (ডানে)

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ‘রাজনৈতিক কারণে’ বলে মনে করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। আজ রোববার (২৮ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে হাদি হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল, এমন প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম জানান, তদন্তে যতটুকু তথ্য পাওয়া গেছে, সেই মোতাবেক এটি একটি রাজনীতি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির লিখিত ব্রিফিং পড়ে শোনান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এবং অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, হাদির হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত