leadT1ad

রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ৫৫
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পুরাতন থানা রোডের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জের মো. মাসুদের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে তাঁর স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় নাজমুল বাসায় একাই ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, নাজমুলের গলা ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই এই হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Ad 300x250

সম্পর্কিত