leadT1ad

আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই: সিইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

অতীতের তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের কারণে যে বদনাম হয়েছে, তা ঘুচিয়ে দিতে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের বর্তমান নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আইনের শাসন কাকে বলে—তা এবার নির্বাচন কমিশন দেখিয়ে দিতে চায় ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় চারজন নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।

ডিসি ও এসপিদের উদ্দেশে সিইসি বলেন, ‘আইনের শাসন কাকে বলে, তা এবার আমরা দেখিয়ে দিতে চাই। খারাপ নির্বাচনের অপবাদ একটি ভালো নির্বাচনের মাধ্যমে ঘুচিয়ে দিতে চাই।’

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের সামনে একটি বড় জাতীয় দায়িত্ব এসে পড়েছে। এটি কেবল শাসনতান্ত্রিক নয়, বরং একটি সাংবিধানিক দায়িত্ব। আজ এখানে যারা উপস্থিত আছেন, মাঠপর্যায়ে তারাই কার্যকরভাবে সরকার ও রাষ্ট্রযন্ত্র সচল রাখেন। এই সংকটময় সময়ে দেশকে সঠিক পথে ও সঠিক অবস্থায় রেখে যাওয়ার দায়িত্ব আমাদের ওপর। আমার কর্তৃত্ব ততক্ষণই কার্যকর থাকবে, যতক্ষণ আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আপনারা কাজ না করলে আমার কর্তৃত্বও কার্যকর হবে না। এই সিস্টেমকে সচল রাখা, ডেলিভারি নিশ্চিত করা—এই সম্পূর্ণ দায়িত্ব আপনাদের।’

নির্বাচনের ‘গুরুদায়িত্ব’ সবাই মিলে সঠিকভাবে পালনের তাগিদ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো ধরনের বিচ্যুতি ঘটবে না। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিক সময়ে, সঠিকভাবে এবং কার্যকরভাবে পালন করবেন।’

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে সামষ্টিকভাবে অভিযোগ করা হচ্ছে যে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছি, ম্যানেজড নির্বাচন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই—সঠিক ও সুন্দর নির্বাচন করা সম্ভব। আর তা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।’

‘রুল অব ল’ নিশ্চিত করাই এই নির্বাচনের মূল চাবিকাঠি হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘মাঠপর্যায়ে যারা দায়িত্বে আছেন, তাঁদের হাতেই এর বাস্তবায়ন নির্ভর করছে।’

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত