leadT1ad

‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির দিনে দুপুর ২টায় বন্ধ যমুনার ভারতীয় ভিসা কেন্দ্র

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩: ৪৫
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। সংগৃহীত ছবি

ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা বা মার্চ টু হাইকমিশন কর্মসূচির দিনে হঠাৎ করেই কার্যক্রম বন্ধের ঘোষণা দিল রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বলে আজ বুধবার দুপুর ২টার পর থেকে কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কার্যক্রম বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা না হলেও কেবল ‘উদ্ভূত পরিস্থিতি’র কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির কারণে আজ বুধবার দুপুর ২টার পর আর কোনো ভিসা সংক্রান্ত কার্যক্রম চলবে না।

আকস্মিক এই সিদ্ধান্তে সেবাগ্রহীতারা যাতে বিভ্রান্ত না হন, সে বিষয়েও বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তা বাতিল হবে না। তাঁদের পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চা।

সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে গুলশানে অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে এই পদযাত্রা শুরু হওয়ার কথা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তার অবনতি হওয়ার আশঙ্কা থেকেই ভিসা কেন্দ্রটি আগেভাগে বন্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে এবার ভারতীয় ভিসা কেন্দ্র তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত জানাল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত