leadT1ad

হাদির ঘটনা বিচ্ছিন্ন, এ ধরনের খুন-খারাবি মাঝেমধ্যে দুয়েকটা হয়: সিইসি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বক্তব্য দিচ্ছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। দেশে আইনশৃঙ্খলার অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কিনা- এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুয়েকটা খুন-খারাবি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে; এগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’

সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন সিইসি।

অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তিনি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আগে কি আহসানউল্লাহ মাস্টার (প্রয়াত আওয়ামী লীগ নেতা) খুন হয় নাই? এরকমতো আগেও অনেক হয়েছে, ঘটনা তো অনেক হয়েছে। আমাদের কিবরিয়া সাহেব (সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া) খুন হন নাই? নির্বাচন আসলে এ ধরনের ঘটনা হয়, বাংলাদেশে এটা নতুন কিছু না।’

বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে সিইসি বলেন, আপনারা চব্বিশের ৫ আগস্টের সঙ্গে তুলনা করুন। এখন তো রাতে ঘুমাইতে পারতেছেন। তখন চার-পাঁচ দিন, এক সপ্তাহ যখন থানাগুলো ইনেক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না; তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে, ইনশল্লাহ। আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘উই আর ফুললি প্রিপেয়ারড টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়েই হবে। আর সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নাই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন; দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আপনারা সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত