leadT1ad

‘সংস্কৃতিই প্রতিবাদের শ্রেষ্ঠতম ভাষা’: মব সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে শিল্পকলায় কর্মসূচি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০: ০৬
অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সংগীত, কবিতা পাঠ ও মূকাভিনয় পরিবেশন করা হয়। ছবি: সংগৃহীত

সারা দেশে চলমান মব সন্ত্রাস, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জুলাই সাংস্কৃতিক আন্দোলন’-এর উদ্যোগে আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর গেটে এই আয়োজন করা হয়।

‘সংস্কৃতিই প্রতিবাদের শ্রেষ্ঠতম ভাষা’ শীর্ষক এই অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক সহিংসতায় নিহত শহীদ শরিফ ওসমান হাদি, শ্রমিক দীপু চন্দ্র দাস এবং শিশু আয়েশার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকরা জানান, দেশ ও সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে সংস্কৃতির শক্তিশালী ভূমিকা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে জুলাই সাংস্কৃতিক আন্দোলনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভ বলেন, ‘সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, এটি মানুষের চেতনা জাগ্রত করার এক শক্তিশালী হাতিয়ার। ইতিহাসের প্রতিটি গণআন্দোলন ও প্রতিবাদী লড়াইয়ে সংস্কৃতি মানুষের কণ্ঠস্বরকে সাহস ও ভাষা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতিই পারে মানুষের ভেতরের মানবিকতাকে জাগিয়ে তুলতে। আমরা চাই সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি সচেতন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানাতে।’

অনুষ্ঠানে সমকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কৃতির শক্তি ও প্রতিবাদের ভাষা নিয়ে আলোচনার পাশাপাশি সংগীত, কবিতা পাঠ ও মূকাভিনয় পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে শিল্পের বহুমাত্রিক প্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর ফুটে ওঠে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

Ad 300x250

সম্পর্কিত