leadT1ad

২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকার গার্মেন্টস ছুটির পরামর্শ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫৮
তারেক রহমান (বাঁয়ে) ও বিজিএমইএ’র লোগো। ছবি: সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকার তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনাসমাগমকে মাথায় রেখে এই পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।

সোমবার (২২ ডিসেম্বর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

বিজিএমইএ ধারণা করছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচুর লোক সমাগম হবে। এটি বিবেচনা করে ঢাকার উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানায় বাসে শ্রমিক যাতায়াত এবং জরুরি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এসব দিক বিবেচনা করে ওই এলাকাগুলোর শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানির পণ্য পরিবহনে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে আগে বা পরে যে কোন একদিন ‘জেনারেল ডিউটি’ করা সাপেক্ষে ২৫ ডিসেম্বর ছুটি রাখা যায় কি-না তা বিবেচনা করা যেতে পারে।

ওই এলাকাগুলোর সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত কভার্ডভ্যান চলাচলে বিকল্প রুট ব্যবহার করতেও অনুরোধ করা হয়েছে।

এসব বিষয়ে প্রয়োজনে বিজিএমইএ’র যুগ্ম-সচিব (সিএমসি) মো. আবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টায় লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ওইদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

Ad 300x250

সম্পর্কিত