leadT1ad

এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

পুস্পস্তবক অর্পণ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাশারে (ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড) অনুষ্ঠিত জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ছাড়াও জানাজা নামাজে উপদেষ্টা পরিষদের সদস্য; সেনা, নৌ ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক প্রধানরা এবং এ কে খন্দকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে এ কে খন্দকারের মরদেহ নিয়ে ধীরগতিতে মার্চ করে মঞ্চের দিকে এগিয়ে যান পল বেয়ারারা। পরে তাঁর জীবনবৃত্তান্ত উপস্থাপন করা হয়। পরে এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন।

এ কে খন্দকারের মরদেহ নিয়ে ধীরগতিতে মার্চ করে মঞ্চের দিকে এগিয়ে যান পল বেয়ারারা। ছবি: বিটিভির ভিডিও থেকে
এ কে খন্দকারের মরদেহ নিয়ে ধীরগতিতে মার্চ করে মঞ্চের দিকে এগিয়ে যান পল বেয়ারারা। ছবি: বিটিভির ভিডিও থেকে

নামাজের জানাজার পরে মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সবশেষে মরহুমের সম্মানে ফ্লাইপাস্ট (সম্মানজনক ফ্লাইট) অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পিএএফ (পাকিস্তান বিমানবাহিনী) থেকে কমিশন (পাইলট অফিসার পদ) লাভ করেন। তিনি ১৯৫৫ সাল পর্যন্ত ফাইটার পাইলট হিসেবে কাজ করেন ও পরে ফ্লাইং ইন্সট্রাক্টর হয়ে ওঠেন।

এ কে খন্দাকারের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
এ কে খন্দাকারের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

তিনি পাকিস্তান এয়ার ফোর্স একাডেমিতে ১৯৫৭ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। ফ্লাইং ইন্সট্রাক্টর স্কুলে তিনি ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে তিনি ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬০ সাল পর্যন্ত।

বীর উত্তম এ কে খন্দকারের জানাজা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বীর উত্তম এ কে খন্দকারের জানাজা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এ কে খন্দকার ১৯৬১ সাল পর্যন্ত স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন পিএএফ একাডেমিতে। পরে জেট ফাইটার কনভারশন স্কোয়াড্রনে তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৫ সাল পর্যন্ত। ট্রেনিং উইংয়ের অফিসার কমান্ডিং হিসেবে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি পিএএফ একাডেমিতে দায়িত্ব পালন করেন। পিএএফ প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৬৯ সালের আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। পরে তিনি সেকেন্ড ইন কমান্ড হিসেবে পিএএফ বেইসের দায়িত্ব পান ঢাকায় ১৯৬৯ সালে।

Ad 300x250

সম্পর্কিত