আবদুল্লাহ কাফি
সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। ঝিরি ঝিরি বৃষ্টি তখনো থামেনি। শহরের লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা ঘুরে সার্কিট হাউজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই পথসভার আয়োজন করে এনসিপি।
পথসভার পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। কথা হয় তাঁর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিনি। নাম গোলাম রহমান বাবুল।
এনসিপির সভায় কেন এসেছেন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ তাঁরা। আমাদের দিয়ে তো কিছু হলো না, এরাই আমাদের জন্য কিছু করবে আশা করি।’
কথায় কথায় তিনি এ-ও বললেন, ‘জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছেন। মানুষের জন্য কাজ করেছেন। এই তরুণরাও পদযাত্রা করে মানুষের কাছে যাচ্ছে। গরীব অসহায় মানুষের সঙ্গে কথা বলছে। এই তারুণ্যই আমাদের শক্তি। তারুণ্যের সঙ্গে আছি।’
পড়তে জানেন না আউলিয়াপুরের ইউসুফ প্যাদা। পটুয়াখালীর সদরে এই বৃদ্ধের বাড়ি। হাতে ছাতা নিয়ে পথসভায় এসেছেন তিনি। অভিযোগের সুরে ইউসুফ বলেন, ‘বিএনপি,আওয়ামী লীগ তো দেখলাম সারা জীবন। ভোটের সময় কিছু টাকা দেয়, চা-বিড়ি খাওয়ায়। এরপর আর খবর থাকে না। বিপদে-আপদে খুঁজেও পাওয়া যায় না। এবার নতুনদের দেখব। দেখি এরা কী করে।’
মৌলভী গোলাম মোস্তফা। পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে তাঁর বাড়ি। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। গোলাম মোস্তফার প্রত্যাশা, এনসিপি নেতা-কর্মীরা দেশের মানুষের সঙ্গেই থাকবেন।
আপনি কী চান, এমন প্রশ্নে গোলাম মোস্তফা বলেন, ‘আমি কী চাই, সেটা দিয়া তো কিছু হবে না। ওরা কী চায়, সেটাই বিষয়। তবে আশা করি, এরা জনগণের সঙ্গে থাকবে। ভালো কিছু করবে।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।
সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। ঝিরি ঝিরি বৃষ্টি তখনো থামেনি। শহরের লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা ঘুরে সার্কিট হাউজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই পথসভার আয়োজন করে এনসিপি।
পথসভার পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। কথা হয় তাঁর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিনি। নাম গোলাম রহমান বাবুল।
এনসিপির সভায় কেন এসেছেন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ তাঁরা। আমাদের দিয়ে তো কিছু হলো না, এরাই আমাদের জন্য কিছু করবে আশা করি।’
কথায় কথায় তিনি এ-ও বললেন, ‘জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছেন। মানুষের জন্য কাজ করেছেন। এই তরুণরাও পদযাত্রা করে মানুষের কাছে যাচ্ছে। গরীব অসহায় মানুষের সঙ্গে কথা বলছে। এই তারুণ্যই আমাদের শক্তি। তারুণ্যের সঙ্গে আছি।’
পড়তে জানেন না আউলিয়াপুরের ইউসুফ প্যাদা। পটুয়াখালীর সদরে এই বৃদ্ধের বাড়ি। হাতে ছাতা নিয়ে পথসভায় এসেছেন তিনি। অভিযোগের সুরে ইউসুফ বলেন, ‘বিএনপি,আওয়ামী লীগ তো দেখলাম সারা জীবন। ভোটের সময় কিছু টাকা দেয়, চা-বিড়ি খাওয়ায়। এরপর আর খবর থাকে না। বিপদে-আপদে খুঁজেও পাওয়া যায় না। এবার নতুনদের দেখব। দেখি এরা কী করে।’
মৌলভী গোলাম মোস্তফা। পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে তাঁর বাড়ি। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। গোলাম মোস্তফার প্রত্যাশা, এনসিপি নেতা-কর্মীরা দেশের মানুষের সঙ্গেই থাকবেন।
আপনি কী চান, এমন প্রশ্নে গোলাম মোস্তফা বলেন, ‘আমি কী চাই, সেটা দিয়া তো কিছু হবে না। ওরা কী চায়, সেটাই বিষয়। তবে আশা করি, এরা জনগণের সঙ্গে থাকবে। ভালো কিছু করবে।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।
ছাত্রদলের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) জাহিন বিশ্বাস এষা।
৬ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
১৪ মিনিট আগেছাত্রদলের প্রার্থীরা এই শপথ ধারণ করে বলে শপথে উল্লেখ করা হয়। বলা হয়, প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিমূলক ও স্বচ্ছ কর্মকান্ডের মাধ্যমে শপথ বাস্তবায়ন করা হবে।
২৬ মিনিট আগেশোকবার্তায় জানানো হয়, স্বাধীনচেতা, নির্ভীক কণ্ঠস্বরের এই বুদ্ধিজীবীর এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে। জনগণের সম্মান ও নিদারুণ বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন বদরুদ্দীন উমর।
৩৩ মিনিট আগে