আবদুল্লাহ কাফি
সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। ঝিরি ঝিরি বৃষ্টি তখনো থামেনি। শহরের লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা ঘুরে সার্কিট হাউজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই পথসভার আয়োজন করে এনসিপি।
পথসভার পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। কথা হয় তাঁর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিনি। নাম গোলাম রহমান বাবুল।
এনসিপির সভায় কেন এসেছেন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ তাঁরা। আমাদের দিয়ে তো কিছু হলো না, এরাই আমাদের জন্য কিছু করবে আশা করি।’
কথায় কথায় তিনি এ-ও বললেন, ‘জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছেন। মানুষের জন্য কাজ করেছেন। এই তরুণরাও পদযাত্রা করে মানুষের কাছে যাচ্ছে। গরীব অসহায় মানুষের সঙ্গে কথা বলছে। এই তারুণ্যই আমাদের শক্তি। তারুণ্যের সঙ্গে আছি।’
পড়তে জানেন না আউলিয়াপুরের ইউসুফ প্যাদা। পটুয়াখালীর সদরে এই বৃদ্ধের বাড়ি। হাতে ছাতা নিয়ে পথসভায় এসেছেন তিনি। অভিযোগের সুরে ইউসুফ বলেন, ‘বিএনপি,আওয়ামী লীগ তো দেখলাম সারা জীবন। ভোটের সময় কিছু টাকা দেয়, চা-বিড়ি খাওয়ায়। এরপর আর খবর থাকে না। বিপদে-আপদে খুঁজেও পাওয়া যায় না। এবার নতুনদের দেখব। দেখি এরা কী করে।’
মৌলভী গোলাম মোস্তফা। পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে তাঁর বাড়ি। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। গোলাম মোস্তফার প্রত্যাশা, এনসিপি নেতা-কর্মীরা দেশের মানুষের সঙ্গেই থাকবেন।
আপনি কী চান, এমন প্রশ্নে গোলাম মোস্তফা বলেন, ‘আমি কী চাই, সেটা দিয়া তো কিছু হবে না। ওরা কী চায়, সেটাই বিষয়। তবে আশা করি, এরা জনগণের সঙ্গে থাকবে। ভালো কিছু করবে।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।
সকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরের নিউমার্কেট থেকে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। ঝিরি ঝিরি বৃষ্টি তখনো থামেনি। শহরের লঞ্চঘাট, চকবাজার, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা ঘুরে সার্কিট হাউজের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানেই পথসভার আয়োজন করে এনসিপি।
পথসভার পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। কথা হয় তাঁর সঙ্গে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তিনি। নাম গোলাম রহমান বাবুল।
এনসিপির সভায় কেন এসেছেন প্রশ্ন করতেই হেসে বললেন, ‘দারুণ সম্ভাবনাময় তরুণ তাঁরা। আমাদের দিয়ে তো কিছু হলো না, এরাই আমাদের জন্য কিছু করবে আশা করি।’
কথায় কথায় তিনি এ-ও বললেন, ‘জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছেন। মানুষের জন্য কাজ করেছেন। এই তরুণরাও পদযাত্রা করে মানুষের কাছে যাচ্ছে। গরীব অসহায় মানুষের সঙ্গে কথা বলছে। এই তারুণ্যই আমাদের শক্তি। তারুণ্যের সঙ্গে আছি।’
পড়তে জানেন না আউলিয়াপুরের ইউসুফ প্যাদা। পটুয়াখালীর সদরে এই বৃদ্ধের বাড়ি। হাতে ছাতা নিয়ে পথসভায় এসেছেন তিনি। অভিযোগের সুরে ইউসুফ বলেন, ‘বিএনপি,আওয়ামী লীগ তো দেখলাম সারা জীবন। ভোটের সময় কিছু টাকা দেয়, চা-বিড়ি খাওয়ায়। এরপর আর খবর থাকে না। বিপদে-আপদে খুঁজেও পাওয়া যায় না। এবার নতুনদের দেখব। দেখি এরা কী করে।’
মৌলভী গোলাম মোস্তফা। পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নে তাঁর বাড়ি। খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন মঞ্চের দিকে। বক্তব্য শুনছেন মনোযোগ দিয়ে। গোলাম মোস্তফার প্রত্যাশা, এনসিপি নেতা-কর্মীরা দেশের মানুষের সঙ্গেই থাকবেন।
আপনি কী চান, এমন প্রশ্নে গোলাম মোস্তফা বলেন, ‘আমি কী চাই, সেটা দিয়া তো কিছু হবে না। ওরা কী চায়, সেটাই বিষয়। তবে আশা করি, এরা জনগণের সঙ্গে থাকবে। ভালো কিছু করবে।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।
সমাবেশের মূল মঞ্চটি হবে ২২০ ফিট লম্বা। মাঠের ভেতরে-বাইরে ৩৩টি এলইডি স্ক্রিন থাকবে। মাঠের বাইরে যতদূর পৌঁছানো সম্ভব আওয়াজ পৌঁছানোর জন্য ৩১০টি মাইকের হর্ন আপাতত বসানো হচ্ছে। ৫০ হাজার বোতল মিনারেল ওয়াটার থাকবে।
২ দিন আগেজাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে মোট আসনের ৩৩ শতাংশে শুধু নারী প্রার্থীকে সরাসরি মনোনয়ন দেওয়ার প্রস্তাব জানিয়েছে। এ প্রস্তাবে সরাসরি ‘না’ জানিয়েছে অধিকাংশ দল। অন্যান্য দলগুলো নানা শর্ত জুড়ে দিয়ে হ্যাঁ এবং না এর মাঝামাঝি মত প্রকাশ করেছে।
৪ দিন আগেশুধু মিটফোর্ড নয়, কুমিল্লার মুরাদনগরে ধারাবাহিক তিনটি হত্যাকাণ্ড, কুমিল্লায় এক মসজিদের ইমামকে হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগকাটার মতো নৃশংসতার ঘটনার প্রতিও সমান গুরুত্ব দেওয়া হয়নি।
৫ দিন আগেএনসিপির গাড়ি বহরের পেছনে দৌড়াচ্ছেন এক তরুণী। কেউ তাঁকে চেনে না। বেশ খানিক দূর চলার পর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে থামে নাহিদ ইসলামের গাড়ি। গাড়ির সঙ্গে থামে মেয়েটির দৌড়ও। তাঁর নাম মুশফিকা নাজনীন ইভা।
৬ দিন আগে