leadT1ad

বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শরীয়তপুর

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৬
শরীয়তপুরের নিয়ামতপুর গ্রামে সোমবার রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের উপর আগুন ধরানো হয়। স্টিম ছবি

বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিবার ও গ্রামবাসীরা জানান, আব্দুল মান্নান খান নামে ওই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন। দেশ স্বাধীনের পর তিনি নিজ গ্রামেই বসবাস করতেন। ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর ঘরের পাশে তাঁকে দাফন করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁর কবরের উপর পাতা ও কাঠ জড়ো করে আগুন দেয়। সকালে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী কবরের পাশে গেলে উপরে ছাই দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’

তাঁর মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমার এবং আমাদের গ্রামবাসীর গর্ব। আজকের ঘটনাটি পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা চাই দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই এই কাণ্ড ঘটিয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে মোবাইলে নম্বরে কল করে বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গেই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন দেওয়া হলেও কবরের কোনো ক্ষতি হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সব বিভাগ থেকেই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত