স্ট্রিম সংবাদদাতা

বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবার ও গ্রামবাসীরা জানান, আব্দুল মান্নান খান নামে ওই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন। দেশ স্বাধীনের পর তিনি নিজ গ্রামেই বসবাস করতেন। ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর ঘরের পাশে তাঁকে দাফন করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁর কবরের উপর পাতা ও কাঠ জড়ো করে আগুন দেয়। সকালে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী কবরের পাশে গেলে উপরে ছাই দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’
তাঁর মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমার এবং আমাদের গ্রামবাসীর গর্ব। আজকের ঘটনাটি পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা চাই দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই এই কাণ্ড ঘটিয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে মোবাইলে নম্বরে কল করে বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গেই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন দেওয়া হলেও কবরের কোনো ক্ষতি হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সব বিভাগ থেকেই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবার ও গ্রামবাসীরা জানান, আব্দুল মান্নান খান নামে ওই বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশ নেন। দেশ স্বাধীনের পর তিনি নিজ গ্রামেই বসবাস করতেন। ২০১০ সালের ৮ জানুয়ারি মৃত্যুর পর ঘরের পাশে তাঁকে দাফন করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা তাঁর কবরের উপর পাতা ও কাঠ জড়ো করে আগুন দেয়। সকালে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী কবরের পাশে গেলে উপরে ছাই দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। বিজয় দিবসের আগে তাঁর কবরে এমন কাজ আমাদের জন্য অসম্মানজনক ও কষ্টদায়ক।’
তাঁর মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমার এবং আমাদের গ্রামবাসীর গর্ব। আজকের ঘটনাটি পুরো জাতির জন্য লজ্জাজনক। আমরা চাই দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ওপর আঘাত। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই এই কাণ্ড ঘটিয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মেয়ে মোবাইলে নম্বরে কল করে বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গেই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন দেওয়া হলেও কবরের কোনো ক্ষতি হয়নি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। সব বিভাগ থেকেই তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, দিবসটিকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি মোদি।
১০ মিনিট আগে
মহান মুক্তিযুদ্ধের ৫৪তম বছরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দিনভর ভিড় জমান সাধারণ জনতা। আর শ্রদ্ধা জানাতে এসে কেউ কেউ জেনে-বুঝে, আবার কেউ কেউ না জেনেই পদদলিত করলেন স্মৃতিসৌধে থাকা গণকবর।
১ ঘণ্টা আগে
ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের আগেই ফ্যাসিস্টরা ফিরে আসতে চায় বলে এভাবে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। নানা ভঙ্গিতে তারা এটা করবে। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।’
১ ঘণ্টা আগে
আগামী জাতীয় নির্বাচনে ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনা করা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।’
২ ঘণ্টা আগে