leadT1ad

নির্বাচন ও গণভোট: সোমবার নামছে ‘ভোটের গাড়ি’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২৩: ৩৫
বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।

রোববার (২১ ডিসেম্বর) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে আগ্রহ তৈরি এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ভ্রাম্যমাণ প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত