স্ট্রিম সংবাদদাতা

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন। উপ-উপাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। একই সঙ্গে বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়াসহ পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিছেন ছাত্রনেতারা।
উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে সংহতি প্রকাশ করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, প্রচার সম্পাদক মুশরেফুল হক রাকিব, অতীশ দীপংকর হল সংসদের ভিপি রিপুল চাকমা, ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক চন্দনা রানী, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার।
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) চবিতে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেছেন, ‘আমার কাছে বিশাল প্রশ্ন, যে সময় আমি (পাকিস্তানি বাহিনী) দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব— সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি (নিজ) মনে করি রীতিমতো অবান্তর।’
উপ-উপাচার্যের ওই বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সাধারণ জনগণের করের টাকায় চলে, জামায়াতিদের টাকায় নয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উপ-উপাচার্য পাকিস্তানি সেনাবাহিনীকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। অথচ এই পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষ হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত লুট করেছে। এ ধরনের বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না।’
আন্দোলনে সংহতি জানানো গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা সভাপতি ধ্রুব বড়ুয়া বলেন, ‘শামীম স্যারের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাঁর বক্তব্যে স্পষ্ট— ১৯৭১ সালে তিনি থাকলে রাজাকারের ভূমিকায় থাকতেন। এ কারণে তাঁর পদত্যাগ দাবি করছি।’
মন্তব্যের বিষয়ে জানতে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন। উপ-উপাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনে নামে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। একই সঙ্গে বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়াসহ পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিছেন ছাত্রনেতারা।
উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে সংহতি প্রকাশ করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, প্রচার সম্পাদক মুশরেফুল হক রাকিব, অতীশ দীপংকর হল সংসদের ভিপি রিপুল চাকমা, ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক চন্দনা রানী, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার।
এর আগে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) চবিতে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেছেন, ‘আমার কাছে বিশাল প্রশ্ন, যে সময় আমি (পাকিস্তানি বাহিনী) দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব— সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি (নিজ) মনে করি রীতিমতো অবান্তর।’
উপ-উপাচার্যের ওই বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সাধারণ জনগণের করের টাকায় চলে, জামায়াতিদের টাকায় নয়। বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উপ-উপাচার্য পাকিস্তানি সেনাবাহিনীকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। অথচ এই পাকিস্তানি বাহিনী এ দেশের মানুষ হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত লুট করেছে। এ ধরনের বক্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না।’
আন্দোলনে সংহতি জানানো গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা সভাপতি ধ্রুব বড়ুয়া বলেন, ‘শামীম স্যারের বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাঁর বক্তব্যে স্পষ্ট— ১৯৭১ সালে তিনি থাকলে রাজাকারের ভূমিকায় থাকতেন। এ কারণে তাঁর পদত্যাগ দাবি করছি।’
মন্তব্যের বিষয়ে জানতে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
১ ঘণ্টা আগে
শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনতিবিলম্বে এ তিন দফা দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি।
১ ঘণ্টা আগে
মেহেরপুরে বাড়ি থেকে বের হওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাবা। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
১ ঘণ্টা আগে