leadT1ad

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৩ জন গ্রেপ্তার

Multiple Authors
স্ট্রিম প্রতিবেদক ও স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

গ্রেপ্তার মো. জাকির হোসেন শান্ত, মো. স্বপন মন্ডল ও নিয়াজ মাহমুদ ফারহান। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও গোয়েন্দা (ডিবি) সাইবার উত্তর বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানার বেইলি রোড এলাকা থেকে মো. জাকির হোসেন শান্তকে গ্রেপ্তার করে সিটিটিসি। এ ছাড়া বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গী থানার আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া একটার দিকে ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি দল। গ্রেপ্তার তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি জানায়, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল জনতা। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএমপি। এ নিয়ে হামলার ঘটনায় মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হলো।

Ad 300x250

সম্পর্কিত