টেলিযোগাযোগ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
স্ট্রিম প্রতিবেদক

‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বা কোনো অজুহাতেই এক মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ করা যাবে না নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অধ্যাদেশ অনুযায়ী, আইনমন্ত্রীকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী কাজ করবে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘সংশোধিত আইনে নিশ্চিত করা হয়েছে যে, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বা কোনো অজুহাতেই এক মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ করা যাবে না। বিগত সময়ে রাজনৈতিক প্রয়োজনে ইন্টারনেট শাটডাউনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা রোধ করতেই এই পদক্ষেপ।’
তিনি বলেন, ‘ফোনে আড়িপাতা ও নজরদারির বিষয়ে বড় সংস্কার আনা হচ্ছে। এতদিন নজরদারির একচ্ছত্র ক্ষমতা নির্দিষ্ট কিছু সংস্থার হাতে থাকলেও, নতুন আইনে তা জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।’
একই সঙ্গে ব্যক্তিগত উপাত্তের সুরক্ষায় ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘অধ্যাদেশে সিআইএস নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল’ মিনিস্টারকে (আইনমন্ত্রী) প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে।
আজকের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেটে এটি ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমিয়ে ২ লাখ কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
এছাড়া সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৫ শতাংশ এবং বছর শেষে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বাজেটে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ জোর দিয়েছেন। এতদিন অবকাঠামো উন্নয়নে মনোযোগ থাকলেও এখন শিক্ষার গুণগত মান বা “কোয়ালিটি এডুকেশন” নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এছাড়া গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং তরুণদের স্বাবলম্বী করার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের সুরক্ষায় লোকাল প্রোডাকশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’
ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এটি তদন্তে পুলিশের বিশেষায়িত সংস্থাগুলো কাজ করছে এবং ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার আইনের মাধ্যমে এই মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে।’
এছাড়া বৈঠকে কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সৌদি আরবে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর বৈঠকের বিষয়েও উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বা কোনো অজুহাতেই এক মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ করা যাবে না নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অধ্যাদেশ অনুযায়ী, আইনমন্ত্রীকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী কাজ করবে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ‘সংশোধিত আইনে নিশ্চিত করা হয়েছে যে, ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই বা কোনো অজুহাতেই এক মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ করা যাবে না। বিগত সময়ে রাজনৈতিক প্রয়োজনে ইন্টারনেট শাটডাউনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা রোধ করতেই এই পদক্ষেপ।’
তিনি বলেন, ‘ফোনে আড়িপাতা ও নজরদারির বিষয়ে বড় সংস্কার আনা হচ্ছে। এতদিন নজরদারির একচ্ছত্র ক্ষমতা নির্দিষ্ট কিছু সংস্থার হাতে থাকলেও, নতুন আইনে তা জবাবদিহিতার আওতায় আনা হয়েছে।’
একই সঙ্গে ব্যক্তিগত উপাত্তের সুরক্ষায় ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস)’ নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘অধ্যাদেশে সিআইএস নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল’ মিনিস্টারকে (আইনমন্ত্রী) প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে।
আজকের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস সচিব জানান, সংশোধিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেটে এটি ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমিয়ে ২ লাখ কোটি টাকা করা হয়েছে, যা আগে ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
এছাড়া সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ২৫ শতাংশ এবং বছর শেষে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা বাজেটে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ জোর দিয়েছেন। এতদিন অবকাঠামো উন্নয়নে মনোযোগ থাকলেও এখন শিক্ষার গুণগত মান বা “কোয়ালিটি এডুকেশন” নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এছাড়া গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং তরুণদের স্বাবলম্বী করার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় শিল্পের সুরক্ষায় লোকাল প্রোডাকশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’
ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এটি তদন্তে পুলিশের বিশেষায়িত সংস্থাগুলো কাজ করছে এবং ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার আইনের মাধ্যমে এই মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে।’
এছাড়া বৈঠকে কপ-৩০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সৌদি আরবে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর বৈঠকের বিষয়েও উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
২৩ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশে তাঁকে বরণ করে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
১৭ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুলশানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।
৪ ঘণ্টা আগে