স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সামাজিক-সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মের মিডিয়া সেলের সদস্য মো. রাফসান স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। দেশের ৬০ শতাংশ মানুষ এখন এই হত্যাকাণ্ডের বিচার চায়। সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।’
সরেজমিন রাত সাড়ে ১০টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিজ, জাস্টিজ জাস্টিজ’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে রাজধানীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে বাতাসে শরীরে কাঁপুনি দিচ্ছে। এরই মধ্যে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। মাইকের পাশাপাশি সাউন্ড স্পিকারে বক্তৃতা ও স্লোগান দেওয়া হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা এবং শীত নিবারণে কম্বল বিতরণ করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জনগণকে শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। আন্দোলন থেকেও মাইকে একই আহ্বান জানানো হচ্ছে।

অবস্থানের বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের স্ট্রিমকে বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত করব না। তিন উপদেষ্টার এখানে আসার কথা। এখানে এসে তারা কথা বলবেন জানিয়েছেন। আমরা বলেছি– আপনারা আসেন। কোন তিন উপদেষ্টা আসবেন, তা আমরা জানি না।’
এর আগে বক্তৃতার সময় উপস্থিত সবার উদ্দেশে জাবের বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, উপদেষ্টারা এখানে আসবেন বলে জানিয়েছেন। তারা এলে আমরা কোনো উত্তপ্ত আচরণ করব না।’ তিনি প্রশ্ন রাখেন, ‘উপদেষ্টারা এলেই কি আমরা শাহবাগ ছেড়ে দেব?’ সবাই সমস্বরে ‘না’ বলেন।
এদিকে, আগামীকাল শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের অবস্থানের কারণে বিএনপির কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘তারেক রহমান আসবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তাদেরও সমস্যা হওয়ার কথা না। বিএনপির হাইকমান্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা তাদের সহযোগিতা করব।’
জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সামাজিক-সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মের মিডিয়া সেলের সদস্য মো. রাফসান স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। দেশের ৬০ শতাংশ মানুষ এখন এই হত্যাকাণ্ডের বিচার চায়। সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।’
সরেজমিন রাত সাড়ে ১০টার দিকে দেখা যায়, আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিজ, জাস্টিজ জাস্টিজ’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে রাজধানীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে বাতাসে শরীরে কাঁপুনি দিচ্ছে। এরই মধ্যে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। মাইকের পাশাপাশি সাউন্ড স্পিকারে বক্তৃতা ও স্লোগান দেওয়া হচ্ছে। মাইকে ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা এবং শীত নিবারণে কম্বল বিতরণ করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জনগণকে শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। আন্দোলন থেকেও মাইকে একই আহ্বান জানানো হচ্ছে।

অবস্থানের বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের স্ট্রিমকে বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত করব না। তিন উপদেষ্টার এখানে আসার কথা। এখানে এসে তারা কথা বলবেন জানিয়েছেন। আমরা বলেছি– আপনারা আসেন। কোন তিন উপদেষ্টা আসবেন, তা আমরা জানি না।’
এর আগে বক্তৃতার সময় উপস্থিত সবার উদ্দেশে জাবের বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, উপদেষ্টারা এখানে আসবেন বলে জানিয়েছেন। তারা এলে আমরা কোনো উত্তপ্ত আচরণ করব না।’ তিনি প্রশ্ন রাখেন, ‘উপদেষ্টারা এলেই কি আমরা শাহবাগ ছেড়ে দেব?’ সবাই সমস্বরে ‘না’ বলেন।
এদিকে, আগামীকাল শনিবার শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনকিলাব মঞ্চের অবস্থানের কারণে বিএনপির কর্মসূচিতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা জানতে চাইলে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘তারেক রহমান আসবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তাদেরও সমস্যা হওয়ার কথা না। বিএনপির হাইকমান্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা তাদের সহযোগিতা করব।’
জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো– পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস-২০২৫ শুরু হয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘জাস্ট এনার্জি ট্রানজিশন'।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জিরো পয়েন্ট সংলগ্ন ৮ তলা বাণিজ্যিক ভবনের ছাদের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ ঘণ্টা আগে
ঢাকার উপকণ্ঠে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে)।’
৬ ঘণ্টা আগে