leadT1ad

ছায়ানটে হামলা: বাদ্যযন্ত্র ও সার্ভার পোড়ানোর অভিযোগ, বিচার দাবি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২২: ১৯
ছায়ানট ভবনের ভেতরের একটি চিত্র। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ও সার্ভার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল লোক এই তাণ্ডব চালায়। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ছায়ানট জানায়, হামলাকারীরা জোরপূর্বক ভবনে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা ছয়তলা ভবনের সব সিসি ক্যামেরা, মিলনায়তন ও অধিকাংশ কক্ষ তছনছ করে। সার্ভারসহ কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বৈদ্যুতিক সংযোগও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, চারটি ফোন ও কিছু হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে। ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলেও এই অজুহাতে সংস্কৃতি ভবনে হামলার ঘটনাকে ‘দুর্বোধ্য’ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তারা ধারণা করছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে সংস্কৃতিবিরোধীরা এই হামলা চালিয়েছে।

ছায়ানট জানিয়েছে, তারা কোনো সরকারি বা বিদেশি অনুদান নেয় না। আত্মশক্তিতে বলীয়ান হয়ে ক্ষতি পুষিয়ে কার্যক্রম স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Ad 300x250

সম্পর্কিত