leadT1ad

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০: ০৮
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকবিদায়ী সাক্ষাৎ। ছবি: বাংলাদেশ আর্মির সৌজন্যে

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতি দক্ষিণ কোরিয়া সরকারের অকুণ্ঠ সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ad 300x250

সম্পর্কিত