leadT1ad

পিলখানায় নিহতদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২: ১৮
পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে তিনি নিহতদের কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সেই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে। বিদ্রোহের পর বিডিআরের নাম বদলে বিজিবি রাখা হয় এবং পোশাকেও পরিবর্তন আনা হয়।

শনিবার রাতে তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে কবর জিয়ারতের ভিডিও পোস্ট করেন।

এর আগে বনানী কবরস্থানে পৌঁছে প্রথমবারের মতো ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর তাঁর শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

Ad 300x250

সম্পর্কিত