leadT1ad

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ জুলাই যোদ্ধার বাবা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মেহেরপুর

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ১২
মেহেরপুরে নিখোঁজ ব্যবসায়ী কামরুল ইসলাম। সংগৃহীত ছবি

মেহেরপুরে বাড়ি থেকে বের হওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বাবা। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।

নিখোঁজ কামরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা। তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

পরিবার জানিয়েছে, কামরুল ইসলাম মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা। গত সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) হিরো হোন্ডা ব্র্যান্ডের হাংক মডেলের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার। তাঁর নিখোঁজের ঘটনায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা।

এনসিপি নেতা তামিম ইসলাম জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এতে গভীর দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। তিনি বলেন বলেন, ‘এখনো অপহরণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত তাঁর সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত