leadT1ad

ঢাবিতে ভিন্নধর্মী কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন করেছে বিভিন্ন ছাত্রসংগঠন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠন। ছবি: সংগৃহীত

ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টিএসসির মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ আয়োজন করেছে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শনী। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা) আয়োজন করে ‘ছবিতে ১৯৭১: আমাদের মুক্তিযুদ্ধের প্রদর্শনী’।

এর আগে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে বিজয়ের প্রথম প্রহর পর্যন্ত চলে টিএসসিভিত্তিক ছাত্রসংগঠনগুলোর সম্মিলিত আয়োজন ‘রক্তে রাঙা বিজয় আমার ২০২৫’।

টিএসসিতে ছাত্র ইউনিয়ন আয়োজিত প্রদর্শনীতে মুক্তিযুদ্ধে সংগঠনটির অবদানের দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া তৎকালীন পত্রপত্রিকায় প্রকাশিত পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর আলবদর ও রাজাকারদের কৃতকর্মের চিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর ডকুমেন্টারিতে বীরাঙ্গনা, বুদ্ধিজীবী ও শরণার্থী শিবিরের অজানা নানা তথ্য স্থান পেয়েছে।

ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠন। ছবি: সংগৃহীত
ভিন্নধর্মী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠন। ছবি: সংগৃহীত

অন্যদিকে ঐতিহাসিক বটতলায় ‘ছবিতে ১৯৭১’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি। সেখানে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও অর্জনের পাশাপাশি পাকিস্তানি হানাদারদের নির্মমতা এবং তাদের দোসরদের অপকর্মের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীতে তৎকালীন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার শিরোনামসহ পেপার কাটিংও স্থান পেয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে শিশু-কিশোরদের জন্য ‘রংতুলিতে বিজয়’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয় কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে গতকাল বিকেল থেকে টিএসসিভিত্তিক সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ছিল নানান সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে প্ল্যানচেট বিতর্ক, সম্মিলিত গান, বাদ্যযন্ত্রের পরিবেশনা ও আতশবাজি অন্যতম। সবশেষে রাত ১২টা ১ মিনিটে বিজয়ের প্রথম মুহূর্তে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে টিএসসিতে বিজয় দিবসের মূল উদযাপন শুরু হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত