leadT1ad

সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বিমান থেকে তারেক রহমানের পোস্ট করা ছবি

সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে বিমানটি অবতরণ করে। ওসমানী বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

এদিকে, তাঁর আগমন উপলক্ষে সিলেট ওসমানী বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের ওসমানী বিমানবন্দরে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকার সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর আজ সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট দেন তারেক রহমান। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ সঙ্গে যোগ করেছেন বিমানের জানালা থেকে আকাশে চোখ রাখা একটি ছবি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad 300x250

সম্পর্কিত