leadT1ad

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০০: ০৮
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের জটিলতা ও শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮৮ বছর বয়সী এই প্রবীণ নেতা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিস্তারিত শারীরিক অবস্থা ৪৮ ঘণ্টা পর জানা যাবে।

গণফোরাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে ড. কামাল হোসেন অসুস্থ হয়ে পড়েন। অতিথিদের তালিকায় নাম না থাকায় এসএসএফ ভিআইপি রুট দিয়ে তাঁর গাড়ি প্রবেশ করতে দেয়নি। ফলে হুইলচেয়ারে করে বিশাল জনতার ভিড় ঠেলে তাঁকে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ধকলের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

ডা. মিজানুর রহমান দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Ad 300x250

সম্পর্কিত