leadT1ad

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ১০
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত। স্ট্রিম ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে রেলপথের ২০ ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই স্থানটিতে ২০ ফিটের একটি লোহার দন্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গফরগাঁও রেলস্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ভোরে কে বা কারা ২০ ফুটের মতো লাইন খুলে ফেলেছে, আমরা ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর লাইন মেরামত করে আবারও ট্রেন চালু হবে।

উল্লেখ্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গত শনিবার বিকেল থেকে আন্দোলন করছে বঞ্চিতপ্রার্থীদের সমর্থকেরা। শনিবার ও রোববার রেললাইনে আগুন দিয়েও বিক্ষোভ করেছে তারা।

এদিকে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন গণমাধ্যমে বলেছেন, ‘গত দুদিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আজ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Ad 300x250

সম্পর্কিত