leadT1ad

বাজার থেকে কিটক্যাট চকলেট তুলে নেওয়ার নির্দেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০: ১০
কিটক্যাট চকলেটের কয়েকটি মোড়ক। স্ট্রিম গ্রাফিক

কিটক্যাট চকলেটের একটি লট বা ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট চকলেটের লটটি বাজার থেকে সরিয়ে নিতে হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক নুসরাত সাহার বিথী এই আদেশ দেন।

বিশুদ্ধ খাদ্য আদালতে চলমান এই মামলাটির বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান। আবেদনে সংশ্লিষ্ট কিটক্যাটের ব্যাচ নম্বর (৪৪৩৯৯১৩৯) এবং উৎপাদন কোড (৬২৯৪০০৩৫৩৯০৫৪) উল্লেখ করেছেন তিনি।

আদালতে কামরুল হাসান বলেন, ‘নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেট একটি অননুমোদিত এবং নিম্নমানের পণ্য। এটি অনিরাপদ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই পরিস্থিতিতে বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন এবং বিক্রয় সাময়িকভাবে স্থগিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হাসান স্ট্রিমকে বলেন, ‘আমাদের দেশে নিম্নমানের এই চকলেটটি বহু মানুষ চেনে ও কিনে খায়। কিন্তু এই যে নিম্নমানের ভেজাল চকলেট খাচ্ছে, এর দায়-দায়িত্ব কে নেবে? এ বিষয়টি নজরে এনে আদালতে আমি একটা আবেদন জমা দিয়েছি।’

কামরুল হাসান আরও বলেন, ‘আদালতকে আমি বলেছি, গত ৩৬ বছর ধরে অননুমোদিত, নিবন্ধনবিহীন, ভেজাল ও নিম্নমানের খাবার জনগণকে তারা খাইয়ে আসছে। এই লটের কিটক্যাটগুলো বাজার থেকে তুলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হোক। পরে আদালত আমার আবেদন মঞ্জুর করেছেন।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত