স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনে মিত্র সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরও ১০টি আসন ছেড়ে দিল বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রকাশ করেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যেসব আসনে একমত হতে পেরেছি, সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি।
এই সমঝোতায় নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট, গনসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণঅধিকার পরিষদকে আসন ছেড়ে দেবে বিএনপি। যাদের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানা মির্জা ফখরুল।
তবে সংবাদ সম্মেলনেই কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। তাঁকে কুমিল্লা-৭ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি।
এ সময় রেদোয়ান আহমেদ বলেন, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে– এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারা দেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবেন। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম। সেজন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ইতোমধ্যে আমি পদত্যাগপত্র এলডিপির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি।’
বিএনপি মহাসচিব জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে প্রার্থী হচ্ছেন। আর নড়াইল-২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
অন্যদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ ও ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর-৫ আসনে প্রার্থী হবেন বলে জানান বিএনপি মহাসচিব।
এর মধ্যে মুফতি রশীদ ইসলামী ঐক্যজোট নয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের নেতা। তাঁর অংশের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। গতকাল গতকাল মঙ্গলবার জমিয়তের জন্য চারটি আসন ছেড়ে দেয় বিএনপি। বিএনপির সঙ্গে সমঝোতায় ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী, সিলেট-৪ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন।
মির্জা ফখরুল বলেন, শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেননি, তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আসন সমঝোতা নিয়ে মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে তিনি বলেন, যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটি পরে জানানো হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে গত দুদিনে ১৪টি আসনে ছাড় দিল দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনে মিত্র সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরও ১০টি আসন ছেড়ে দিল বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রকাশ করেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যেসব আসনে একমত হতে পেরেছি, সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি।
এই সমঝোতায় নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যজোট, গনসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণঅধিকার পরিষদকে আসন ছেড়ে দেবে বিএনপি। যাদের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানা মির্জা ফখরুল।
তবে সংবাদ সম্মেলনেই কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। তাঁকে কুমিল্লা-৭ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি।
এ সময় রেদোয়ান আহমেদ বলেন, আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে– এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমেদ এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারা দেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবেন। আমি প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপিতে ছিলাম। সেজন্য আমি আজকে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ইতোমধ্যে আমি পদত্যাগপত্র এলডিপির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি।’
বিএনপি মহাসচিব জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে প্রার্থী হচ্ছেন। আর নড়াইল-২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
অন্যদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ ও ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস যশোর-৫ আসনে প্রার্থী হবেন বলে জানান বিএনপি মহাসচিব।
এর মধ্যে মুফতি রশীদ ইসলামী ঐক্যজোট নয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের নেতা। তাঁর অংশের নির্বাচন কমিশনে নিবন্ধন নেই। গতকাল গতকাল মঙ্গলবার জমিয়তের জন্য চারটি আসন ছেড়ে দেয় বিএনপি। বিএনপির সঙ্গে সমঝোতায় ‘খেজুরগাছ’ প্রতীক নিয়ে নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসেন কাসেমী, সিলেট-৪ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন।
মির্জা ফখরুল বলেন, শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেননি, তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আসন সমঝোতা নিয়ে মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা আরও চলবে জানিয়ে তিনি বলেন, যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটি পরে জানানো হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে গত দুদিনে ১৪টি আসনে ছাড় দিল দলটি।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য ও ‘আলিশান’ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি এ ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে এনসিপির হয়ে নির্বাচন না করার কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে সপরিবারের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে