ডাকসু নির্বাচন ২০২৫
উমামা ফাতেমা আগে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে গত জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন উমামা ফাতেমা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সাদী ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। উল্লেখ্য, উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। উমামা ফাতেমা আগে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে গত জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
এই প্যানেল থেকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জাহেদ আহমদ।
সংবাদ সম্মেলনে ডাকসুর ২৮ পদের বিপরীতে ২৯ প্রার্থী ঘোষণা করেছেন উমামা ফাতেমা। প্যানেলের ১২টি সম্পাদকীয় পদে প্রার্থীরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম বিধান, আন্তর্জাতিক সম্পাদক নাফিস বাশার আলিফ, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইশরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে লড়বেন নুসরাত জাহান নিসু।
এ ছাড়া সদস্যের ১৩টি পদে ১৪ জনকে প্রার্থী করা হয়েছে। তাঁরা হলেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের তুফান, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মুক্তারুল ইসলাম রিদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, সজীব হোসেন ও সাদিকুর রহমান সানি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছেন উমামা ফাতেমা। ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সাদী ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। উল্লেখ্য, উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী। উমামা ফাতেমা আগে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে গত জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং মুখপাত্রের দায়িত্ব পালন করেন।
এই প্যানেল থেকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জাহেদ আহমদ।
সংবাদ সম্মেলনে ডাকসুর ২৮ পদের বিপরীতে ২৯ প্রার্থী ঘোষণা করেছেন উমামা ফাতেমা। প্যানেলের ১২টি সম্পাদকীয় পদে প্রার্থীরা হলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম বিধান, আন্তর্জাতিক সম্পাদক নাফিস বাশার আলিফ, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইশরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে লড়বেন নুসরাত জাহান নিসু।
এ ছাড়া সদস্যের ১৩টি পদে ১৪ জনকে প্রার্থী করা হয়েছে। তাঁরা হলেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের তুফান, আব্দুল্লাহ আল মুবিন রিফাত, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মুক্তারুল ইসলাম রিদয়, হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, সজীব হোসেন ও সাদিকুর রহমান সানি।
অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত দেশের প্রায় প্রতিটি সমস্যার দায় গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে পার পেতে চেয়েছে।
৬ ঘণ্টা আগেআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তাঁদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’।
১১ ঘণ্টা আগেছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচন ‘প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ’ হবে বলে প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের।
১ দিন আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
২৩ দিন আগে