মাইনুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে। তবে তাঁর জানাজাকে ঘিরে ঢাকায় বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি শোকের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি করেছে।

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় দলের সংকট মানেই সাধারণত ভাঙন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, রাষ্ট্রীয় চাপ ও বিতর্কিত নির্বাচন— এসব একসঙ্গে হলে দল টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ।