লেখক ও গবেষক
শত শত বছর ধরে নৌকাই ছিলো বেদেদের বসবাস ও যাতায়াতের একমাত্র অবলম্বন। ভূমিহীন এই মানুষেরা দলবদ্ধভাবে নৌকাতে বাস করায় তাঁদেরকে 'পানির জিপসি' বলা হয়। তবে তাঁরা বাংলাদেশে প্রান্তিক যাযাবর ‘বেদে’ সম্প্রদায় হিসেবে পরিচিত। বেদেদের স্থানীয়ভাবে বাদিয়া,বাইদ্যা বা বইদ্যানী নামেও ডাকা হয়।