গবেষক

এই লেখা এমন এক লেখা যা বছর বছর পুনর্লিখন করা লাগে। সর্বশেষ করেছিলাম ২০২৪ এর জুনের ২৬ তারিখ কুষ্টিয়ায় চায়না ফকিরানীর বাড়িতে হামলার পরে। আজ আবার ঘষামাজা করছি, কারণ বাউল ও বাংলাদেশের অন্যতম পালাগানের শিল্পী আবুল সরকারকে 'ধর্ম অবমাননা'র দায়ে গ্রেফতার করা হয়েছে।

লালন ফকির কিংবা লালন ফকিরের অনুসারীদেরকে গাঁজাখোর তকমা দেওয়ার প্রবণতা চলছে। লালন কি গাঁজা খেতেন? লালন কি শিষ্যদেরকে গাঁজা খেতে অনুমতি বা নিষেধাজ্ঞা দিয়ে গেছেন? লালন ফকির ও গাঁজার সম্পর্ক বা সম্পর্কহীনতা নিয়ে এই লেখা।