leadT1ad

‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন তিন লেখক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২০: ৪২
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫

প্রয়াত লেখক শান্তনু কায়সারের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। বিচারকদের রায়ে তিনটি ভিন্ন শাখার পাণ্ডুলিপিকে এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

পুরস্কারের জন্য কবিতায় ‘ফেনাফুল’-এর জন্য হেমায়েত উল্লাহ ইমন, কথাসাহিত্যে ‘গালিবের মুশায়েরায়’-এর জন্য জুবায়ের রশীদ এবং নাটকে ‘পুরনামা’-এর জন্য শরণ এহসান পুরস্কার পাচ্ছেন।

পুরস্কার হিসেবে বিজয়ীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন। নির্বাচিত এই সেরা তিনটি পাণ্ডুলিপি আগামী একুশে বইমেলা ২০২৬-এ ‘ঐতিহ্য’ প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত হবে।

পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৩০ ডিসেম্বর শান্তনু কায়সারের জন্মদিনে এই ফলাফল ঘোষণা করা হয়। আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে লেখকের নবম প্রয়াণবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

এবারের আসরে গত ২৩ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জমা পড়া পাণ্ডুলিপিগুলো থেকে বিচারকেরা সেরা কাজগুলো নির্বাচন করেছেন। প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ ও ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র’ যৌথভাবে এই পুরস্কার প্রদান করে থাকে।

Ad 300x250

সম্পর্কিত