leadT1ad

বাংলাদেশে চলাচলে নিরাপত্তা সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মার্কিন নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবকু পেজে এক পোস্টে এই সতর্কতা দেওয়া হয়।

সতর্ক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একযোগে অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে।

দূতাবাস বলছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘাতমূলক এবং সহিংসতায় পরিণত হতে পারে। আপনাদের বিক্ষোভগুলো এড়ানো উচিত এবং কোনো বড় সমাবেশের আশপাশে সাবধানতা অবলম্বন করা উচিত।

মার্কিন দূতাবাস করণীয় সম্পর্কে বলেছে, চারপাশ সম্পর্কে সচেতন থাকুন, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন, ভিড় এড়িয়ে চলুন এবং বিক্ষোভ এড়িয়ে চলুন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত