leadT1ad

মানিক মিয়া অ্যাভিনিউতে এসে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু: পুলিশ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৪
নিহত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র। ছবি: ডিএমপির সৌজন্যে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় এসে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মো. নিরব হোসেন (৫৬)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ডালিমিয়া গ্রামের মতিউর রহমান মিঞার ছেলে।

শের-ই-বাংলা থানার ওসি মনিরুল ইসলাম মনির স্ট্রিমকে জানান, স্ট্রোক করে নিরব নামের ওই ব্যক্তি মারা গেছেন।

বিষয়:

মৃত্যু
Ad 300x250

সম্পর্কিত