স্ট্রিম প্রতিবেদক

শিল্পকলায় মহাপরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। পরিচালকরা হলেন—প্রশিক্ষণ বিভাগে শাহীন দিল-রিয়াজ, প্রযোজনা বিভাগে ড্যানিয়েল আফজালুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে সালমা জামাল মৌসুম এবং নাটক ও চলচ্চিত্র বিভাগে দীপক কুমার গোস্বামী।
শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক সম্পন্ন করেন। তাঁর প্রথম চলচ্চিত্র স্যান্ড অ্যান্ড ওয়াটার মুক্তি পায় ২০০২ সালে। এরপর থেকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করছেন এবং জার্মানির কনস্টান্স বিশ্ববিদ্যালয়ে ফেলো ও অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড্যানিয়েল রহমান একজন ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ, যাঁর রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি দেশের শীর্ষ এফএম রেডিও স্টেশনগুলো—যেমন রেডিও ফুর্তি, রেডিও এবিসি ইত্যাদি—প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন।
সালমা জামাল মৌসুম গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা ও পরিকল্পনা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, যেখানে তিনি সহযোগিতামূলক ও নির্দিষ্ট স্থানভিত্তিক আন্তর্জাতিক শিল্প প্রকল্প পরিচালনা করেন। তিনি ২০০৫ সাল থেকে ঢাকার জনশিল্প আন্দোলন ‘ছবির হাট’-এ সক্রিয় রয়েছেন।
দীপক কুমার গোস্বামী একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, ভয়েস-ডাবিং শিল্পী এবং পরিচালক। তিনি তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের প্রধান। তিনি 'তালাশ' ও 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং উল্লেখযোগ্য বাংলা ডাবিং প্রজেক্ট পরিচালনা করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্র বিভাগকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন।

শিল্পকলায় মহাপরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও চারজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও লেখক রেজাউদ্দিন স্টালিন। পরিচালকরা হলেন—প্রশিক্ষণ বিভাগে শাহীন দিল-রিয়াজ, প্রযোজনা বিভাগে ড্যানিয়েল আফজালুর রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে সালমা জামাল মৌসুম এবং নাটক ও চলচ্চিত্র বিভাগে দীপক কুমার গোস্বামী।
শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক সম্পন্ন করেন। তাঁর প্রথম চলচ্চিত্র স্যান্ড অ্যান্ড ওয়াটার মুক্তি পায় ২০০২ সালে। এরপর থেকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করছেন এবং জার্মানির কনস্টান্স বিশ্ববিদ্যালয়ে ফেলো ও অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড্যানিয়েল রহমান একজন ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ, যাঁর রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি দেশের শীর্ষ এফএম রেডিও স্টেশনগুলো—যেমন রেডিও ফুর্তি, রেডিও এবিসি ইত্যাদি—প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন।
সালমা জামাল মৌসুম গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা ও পরিকল্পনা সমন্বয়ক হিসেবে কাজ করছেন, যেখানে তিনি সহযোগিতামূলক ও নির্দিষ্ট স্থানভিত্তিক আন্তর্জাতিক শিল্প প্রকল্প পরিচালনা করেন। তিনি ২০০৫ সাল থেকে ঢাকার জনশিল্প আন্দোলন ‘ছবির হাট’-এ সক্রিয় রয়েছেন।
দীপক কুমার গোস্বামী একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, ভয়েস-ডাবিং শিল্পী এবং পরিচালক। তিনি তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের প্রধান। তিনি 'তালাশ' ও 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং উল্লেখযোগ্য বাংলা ডাবিং প্রজেক্ট পরিচালনা করেছেন। তিনি নাটক ও চলচ্চিত্র বিভাগকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাতপরিচয়ের এক অচেতন তরুণীকে (২২) ফেলে পালিয়ে গেছে এক ব্যক্তি।
৩৩ মিনিট আগে
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে চুরি হয়ে গিয়েছিল।
১০ ঘণ্টা আগে
সারা দেশে চলমান মব সন্ত্রাস, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জুলাই সাংস্কৃতিক আন্দোলন’-এর উদ্যোগে আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর গেটে এই আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।
১০ ঘণ্টা আগে