leadT1ad

১৬ ডিসেম্বর নয়, ১ জানুয়ারি থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২: ২৭
সংগৃহীত ছবি

মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর সময় পিছিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্য জমার সময়সীমা বৃদ্ধি

বিটিআরসি জানিয়েছে, ব্যবসায়ীদের কাছে অবিক্রীত বা স্টকে থাকা মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd—এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) ও সংশ্লিষ্ট তথ্যাদি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

কেন পেছানো হলো

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে অবিক্রীত হ্যান্ডসেটগুলোর তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।

তাই যেসব ব্যবসায়ী এখনো তথ্য দিতে পারেননি, তাদের সুবিধার্থে এবং অবিক্রীত ফোনগুলো নেটওয়ার্কে সচল রাখার স্বার্থে তথ্য জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করার তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি, ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত