leadT1ad

নিয়োগ পেলেন ২৭ বিসিএসের বঞ্চিত ৬৭৩ জন, জ্যেষ্ঠতা থাকবে অক্ষুণ্ণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২১: ১৯
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়। আপিল বিভাগের নির্দেশনার আলোকে এই নিয়োগ দেওয়া হলো।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৯০ জন, পুলিশ ক্যাডারে ৭০ জন, অডিট ক্যাডারে ৫ জন, আনসার ক্যাডারে ১ জন, কর ক্যাডারে ১ জন, সমবায় ক্যাডারে ৫ জন এবং খাদ্য ক্যাডারের ২ জনসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের প্রেক্ষাপট

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

প্রথম ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা চলতি বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ এই বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। এর মধ্য থেকে আজ ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হলো।

নিয়োগের শর্ত ও জ্যেষ্ঠতা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে তাদের ব্যাচের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই তারিখ থেকেই এই নিয়োগ আদেশ ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের যোগদানের তারিখ থেকে তাদের ‘ধারণাগত জ্যেষ্ঠতা’ (Notional Seniority) বজায় থাকবে। তবে এর ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

Ad 300x250

সম্পর্কিত