leadT1ad

হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান সাদিক কায়েমের, সারা দেশে কফিন মিছিলের ডাক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮: ৩৯
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একইসঙ্গে তিনি সারা দেশে গায়েবানা জানাজা ও আধিপত্যবাদবিরোধী কফিন মিছিলের ডাক দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

যারা ঢাকায় অবস্থান করছেন না বা মূল জানাজায় অংশ নিতে পারবেন না, তাদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে তিনি লেখেন, মসজিদে-মসজিদে, পাড়া-মহল্লায়, শহরে-উপশহরে, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা আয়োজন করার আহ্বান জানাচ্ছি।

গায়েবানা জানাজা শেষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কফিন মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ডাকসু ভিপি।

তিনি ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার অনুরোধ জানান। তিনি বলেন, ‘মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদি উপাসনালয়গুলোতেও প্রার্থনার আয়োজন করুন।’

Ad 300x250

সম্পর্কিত