স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবার সদস্য ও নিকটআত্নীয়রা।
এদিকে, খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে হাজারো মানুষের ঢল নেমেছে। আজ সকাল থেকেই পুরো এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নেমেছে জিয়া উদ্যান এলাকায়। সকালেই ভোলা, বগুড়া, গাজিপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদেরও দেখা গেছে।
বেলা ১১টার পর ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের নেতৃত্বে সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা জানাতে আসেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এ সময় তাঁরা পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। একই সময়ে কবরে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেছে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে।

এ সময় সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সঙ্গে নব্বই দশকের স্মৃতিচারণ করে আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদ জিহাদের লাশ যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছিলাম, তখন সর্বপ্রথম বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং আমার ডানে-বামে উপস্থিত ছাত্রনেতাদের বলেছিলে, “এখন তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।” সেদিন আমরা খালেদা জিয়ার নির্দেশনায় ডাকসু ভবনে বসে ১০ মিনিটের মধ্যে ডাকসুর নেতৃত্বে ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ ছাত্রসংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম। এরপর আমরা অপরাজেয় বাংলার পাদদেশে শহীদ জিহাদের লাশ রেখে শপথ নিয়েছিলাম যতদিন স্বৈরাচার এরশাদের পতন না হবে, ততদিন আমরা ঘরে ফিরব না।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবার সদস্য ও নিকটআত্নীয়রা।
এদিকে, খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে হাজারো মানুষের ঢল নেমেছে। আজ সকাল থেকেই পুরো এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নেমেছে জিয়া উদ্যান এলাকায়। সকালেই ভোলা, বগুড়া, গাজিপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদেরও দেখা গেছে।
বেলা ১১টার পর ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের নেতৃত্বে সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা জানাতে আসেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এ সময় তাঁরা পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। একই সময়ে কবরে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেছে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে।

এ সময় সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সঙ্গে নব্বই দশকের স্মৃতিচারণ করে আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদ জিহাদের লাশ যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছিলাম, তখন সর্বপ্রথম বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং আমার ডানে-বামে উপস্থিত ছাত্রনেতাদের বলেছিলে, “এখন তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।” সেদিন আমরা খালেদা জিয়ার নির্দেশনায় ডাকসু ভবনে বসে ১০ মিনিটের মধ্যে ডাকসুর নেতৃত্বে ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ ছাত্রসংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম। এরপর আমরা অপরাজেয় বাংলার পাদদেশে শহীদ জিহাদের লাশ রেখে শপথ নিয়েছিলাম যতদিন স্বৈরাচার এরশাদের পতন না হবে, ততদিন আমরা ঘরে ফিরব না।’

যশোর রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ২০০ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র। তবে বিদ্যুৎবিহীন ও তালাবদ্ধ ঘরে আগুন লাগার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
১২ মিনিট আগে
নিহত বিজিবির সিপাহি নাসিম উদ্দিন (২৪) ঝিনাইদহ সদরের খাজুরা গ্রামের আবুল মণ্ডলের ছেলে। তিনি লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট সীমান্ত ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।
১৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২ ঘণ্টা আগে