leadT1ad

অপারেশন ডেভিল হান্ট ফেস-২

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২২: ০৩
গ্রেপ্তারের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

সারা দেশে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেস-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনকে গ্রেপ্তার এবং ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার পর আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত