leadT1ad

এমপি হতে চান ২,৫৮২ জন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২২: ১২
বাংলাদেশ নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশের ৬৬টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ অংশ না নেওয়ায় এবার প্রার্থীর সংখ্যা গত নির্বাচনের তুলনায় কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী আবেদন করেছিলেন।

অঞ্চলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চলে। এখানে ৪১টি আসনে ৪৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এর মধ্যে ঢাকা মহানগরীর ২০টি আসনে জমা পড়েছে ২৩৮টি মনোনয়নপত্র। এছাড়া কুমিল্লা অঞ্চলে ৩৬৫টি, ময়মনসিংহ অঞ্চলে ৩১১টি এবং রংপুর অঞ্চলে ২৭৮টি আবেদন জমা পড়েছে।

খুলনা অঞ্চলে ২৭৬টি, রাজশাহী অঞ্চলে ২৬০টি এবং চট্টগ্রাম অঞ্চলে ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া বরিশাল অঞ্চলে ১৬৬টি, সিলেট অঞ্চলে ১৪৬টি এবং ফরিদপুর অঞ্চলে ১৪২টি আবেদন জমা দিয়েছেন প্রার্থীরা। কমিশন জানিয়েছে, নির্ধারিত সময় পার হওয়ায় এখন আর নতুন কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।

নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৩০০ আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সংবিধান সংস্কার বিষয়ক ‘হ্যাঁ-না’ গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত