leadT1ad

সারা দেশের বিচারকদের ঢাকায় তলব, ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০৩
হাইকোর্ট ভবন। ছবি: বাসস

শপথ নেওয়ার পরপরই বিচার প্রশাসনের গতিশীলতা আনয়নে অধস্তন আদালতের বিচারকদের নিয়ে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি দেশের সব জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচারিক হাকিমদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দেবেন।

রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের (সিএমএম) মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ বিচারিক আদালতের শীর্ষ কর্মকর্তাদের ওই দিন ঢাকায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।

সেই ধারাবাহিকতায় রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহণ করেই অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে এই অভিভাষণের কর্মসূচি নির্ধারণ করলেন দেশের বিচার বিভাগের এই শীর্ষ অভিভাবক।

Ad 300x250

সম্পর্কিত