leadT1ad

আজ খালেদা জিয়ায় জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯: ৩৩
বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা কার্যালয়ে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমআ দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত